প্রতিদিনের তথ্য. কম ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোববার সন্ধ্যা ও রাতে আনোয়ার হোসেন ও রাসেল মিয়া নামে আরো দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ বি এম সামসুজ্জামান সাংবাদিকদের জানান, আনোয়ার হোসেন নেত্রকোনা সদর হাসপাতাল থেকে এবং রাসেল মিয়া কিশোরগঞ্জ সদর হাসপাতাল থেকে এসে রোববার বিকালে ভর্তি হন। এরপর সন্ধ্যা ৬টার দিকে মারা যায় রাসেল মিয়া এবং রাত একটার দিকে মারা যায় আনোয়ার হোসেন।
রাসেল মিয়া কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মঞ্জু মিয়ার ছেলে এবং আনোয়ার হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আব্দুল লতিফের ছেলে।
এর আগে গত ১১ আগস্ট কিশোরগঞ্জ সদর হাসপাতাল থেকে ডেঙ্গু জ্বর নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর ইটনা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ফরহাদ হোসেনের মৃত্যু হয়। তার বাড়ি কিশোরগঞ্জের ইটনায়।
এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ঈদের পর থেকে কমতে শুরু করেছে।
গত ২৪ ঘন্টায় এখানে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২৬ জন ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৭৪ জন। এ পর্যন্ত মারা গেছেন তিনজন। গত ২১ জুলাই থেকে আজ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬০ জন। চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৮৮৩ জন।
সূত্র : পরিবর্তন ডট কম