স্টাফ রিপোর্টার: আজ বুধবার ২১ আগষ্ট ১৯ইং ময়মনসিংহের তারাকান্দা থানা প্রাঙ্গণে পুলিশের উদ্যোগে অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান আকন্দের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্হিত হয়ে বক্তব্য রাখেন-ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)জয়িতা শিল্পী,(ফুলপুর-তারাকান্দা) সিনিয়র পুলিশ সার্কেল দীপক চন্দ্র মজুমদার,জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব বাবুল মিয়া সরকার,ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন,প্রবীন আওয়ামী লীগ নেতা বাবু প্রদীপ কুমার চক্রবর্তী,ইউপি চেয়ারম্যান রেজাউল করিম দুদু,বঙ্গবন্ধু সরকারী ডিগ্রি কলেজের প্রভাষক ড.মোখলেছুর রহমান,তারাকান্দা উপজেলা প্রেস ক্লাব ও তারাকান্দা বাজার বনিক সমিতির সভাপতি নুরুজ্জামান সরকার বকুল মাষ্টার প্রমূখ।
আলোচনায় বক্তারা মাদক,জোয়া,ইভটিজিং,বাল্য বিয়ে নির্মুলের উপর আলোকপাত করেন এবং থানাসহ প্রতিটি ইউনিয়নে একটি করে অভিযোগ বক্স স্হাপনের কথা বলেন। সবশেষে ডেঙ্গু জ্বরের উপর একটি নাটিকা প্রদর্শন করে অনুষ্ঠানটির সমাপ্ত করা হয়।
