স্টাফ রিপোর্টার : নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের মহিষবেড় ডগরা পাড়ার মৃত বাছির উদ্দিনের ছেলে আঃ কুদ্দুছ( ৭০)২৭ শে আগষ্ট ১৯ইং মঙ্গলবার দুপুরের সাংবাদিকদের জানান ,আমাদের গ্রামে সকলে বিদ্যুৎ সংযোগ পেতে যাচ্ছে, কিন্তু আমাদের বাড়িতে ভাই, ভাতিজা সহ ১০ টা মিটারে প্রয়োজন , বিদুৎতে সংযোগ পাইয়ে দিবে বলে আমাদের গ্রামের আঃ আলীমের ছেলে আকিক ১৭৫০০ হাজার টাকা নেয়,কিন্তু এখন দেখছি সকলের বাড়িতে ঘরে ঘরে ওয়ারিং কাজ চলতেছে, এখন লোক মুখে শুনে পাচ্ছি , বিদ্যুৎতের খুঠি ম্যাপ হয়ছে সেটা থেকেই আমাদের বাড়ি বাদ দেওয়া হয়েছে,কদ্দুছ আরো জানায় জানি না আমার ঘরে বিদুৎতের আলো দেখে যেতে পারব কিনা এই আশায় দিন গুনছি।কুদ্দুছের ভাতিজা মোঃ জসিম উদ্দীন জানান যে টাকা খরচ বাবদ দিয়েছি এতে আমাদের কষ্ট নেই, প্রয়োজনে আরো দিতে আমরা রাজি আছি, তবু যদি গ্রামের সকলের সাথে বিদ্যুৎতের আলো নিজ ঘরে দেখতে পেতাম।অন্যদিকে বিদ্যুৎ সংযোগের জন্য তদারক কারি মোঃ বাচ্চু মিয়া ও শাজাহান মিয়া সাথে মোবাইল ফোনে বাংলার আওয়াজ ডট কমের সহ সম্পাদক মোস্তাক আহমেদ খানের সাথে আলাপ কালে জানান ভূল ক্রমে ম্যাপ থেকে বাদ পড়ায়, আমাদের চেষ্টায় ইন্জিনিয়ার এনে পরিদর্শন করায় মনে হয় তারা তারিই অনারা সংযোগ পাবে।
