মোঃ শেখ সাদী মাছুম : বুধবার সন্ধ্যায় বিভাগীয় শহর ময়মনসিংহের জোবেদা কমিউনিটি সেন্টারে , মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,গণপরিষদের সদস্য, মোহনগঞ্জ এর কৃতি সন্তান, ডাঃ আখ্লাকুল হোসাইন আহমেদ এর ৭ম মৃত্যু বার্ষিকী ২০১৯ ইং উপলক্ষে কুরআন খতম,আলোচনা,মিলাদ মাহ্ফিল ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন মহনগঞ্জ সমিতি, ময়মনসিংহ। জানা যায় মরহুম আখ্লাকুল হোসাইন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান ও সুনাম ধন্য বিচারপতি ওবাইদুল হাসান সাহিন এবং গ্রামিন ফোনের জি এম সাইফুল হাসান শাহিনের বাবা। এ মাহ্ফিলের প্রধান ধর্মীয় আলোচক ছিলেন,আমাদের বানী. কমের সম্পাদক মাঃ মোঃ মিজানুর রহমান ,অনুষ্ঠানের সভাপতি ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত কমিশনার এ এইচ লোকমান , প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আক্কাছ উদ্দীন ভূইয়া,এছাড়া ও উপস্থিত ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গাজী হাসান কামাল, আরো উপস্থিত ছিলেন আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ের উপাধক্ষ্য নূরুল আফসার অনু, ময়মনসিংহ বিদ্যুৎ শ্রমিক লীগের নেতা আমিনুল ইসলাম মন্টু, উপস্থিত ছিলেন প্রতিদিনের তথ্য.কমের প্রকাশ মোঃ শেখ সাদী মাছুম ও সম্মানিত ব্যক্তি বর্গ, উপস্থিত ছিল মুজাদ্দেদীয়া হিফজুল কোরআন দর্সেগার ছোট ছোট তালেবে এলেম ছাত্রবৃন্দ।অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সহ সম্পাদক আবুল কালাম আজাদ সাথে ছিলেন সৈয়দ তোফায়েল হোসাইন(তপন), সকলেই ডাঃ আখ্লাকুল হোসাইনের জিবনের ভূয়সী প্রসংশা করে বলেন তিনি একজন সফল ব্যক্তি ছিলেন, পরিশেষে সমিতির সভাপতি মুখলেছুর রহমানের অনুমতিতে দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত করেন মাঃ মোঃ মিজানুর রহমান।
