মোস্তাক আহমেদ খান: দলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণমূল নেতাদের নিয়ে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা পূর্বধলা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আগামী ৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এদিন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণমূল নেতারা এই বিশেষ বর্ধিত সভায় অংশ নেবেন।
আওয়ামী লীগ সভাপতি ও জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক এমপি সভায় সভাপতিত্ব করবেন। বর্ধিত সভায় সরকারের পক্ষ থেকে 2020- 2021সালকে মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে। সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে মুজিব বর্ষ পালন করতে তৃণমূলের নেতাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। সেইসঙ্গে ১৬১ নেত্রকোনা ৫ পুর্বধলা আসনের সমসাময়িক পরিস্থিতি সম্পর্কে করণীয় নিয়েও পরামর্শ দেবেন তিনি।
দলীয় সূত্রে জানা যায়, বিশেষ বর্ধিত সভায় উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণমূল নেতারা এবং দল ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল নেতা কর্মী বৃন্দ উপস্থিত থাকবেন।
বর্ধিত সভায় দলের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক এমপি ও সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু এক বিবৃতিতে সবাইকে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানান ।