শেখ সাদী মাছুম : নেত্রকোনার পূর্বধলায় আজ বুধবার হয়ে গেল আওয়ামী লীগের বর্ধিত সভা, উক্ত সভায় নেত্রকোনা ৫ পূর্বধলা আসনের সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতিক যোগদানের পূর্ব মূহুর্তে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বাগতম জানিয়ে এগিয়ে নিতে আসেন সহস্রাধীক নেতা কর্মী,জানা যায় বেশ কিছু দিন বেলাল দেশের বাহিরে ছিলেন,অনেক দিন পর প্রিয় নেতা দেশে ফিরে আসায়, হৃদয়ের বাঁধ ভাংগা মানুষেরা অভিনন্দন জানাতে আসেন রাস্তায়। অন্য দিকে পূর্বধলায় একটি আলোচনার ঝর বইছে , জাতীয় পার্টির নেতা ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ যিনি ৯ ম /১০ ম জাতিয় সংসদ নির্বাচনে জাতিয় পার্টি মনোনীত প্রার্থী ছিলেন, তিনি কেন মোটরসাইকেল বহর নিয়ে এগিয়ে নিতে আসলেন, এম পি বেলালকে। বিষয়টি সাংবাদিকদের কানে আসলে,আজাদের সাথে আলাপ কালে আজাদ বলেন,বেলাল হচ্ছেন পূর্বধলা আপামর জনগনের প্রাণ প্রিয় নেতা,বেলাল সাহেবকে ব্যক্তিগত ভাবে পছন্দ করি, আমি মনে করি আমার ব্যক্তি জিবনের গুরু,তিনি অনেক দিন পর দেশে আসছেন, আমি মনে করি তিনি না থাকায় পূর্বধলাবাসী অভিভাবক শূন্য ছিল,আমাদের মাঝে ফিরে আশায় আমরা আনন্দিত হয়ে অভিনন্দন জানানোর জন্য আমার লোকজন নিয়ে রাস্তা থেকে এগিয়ে আনতে গিয়েছিলাম, দলিয় নেতা হিসেবে না, ভাল মানুষ হিসাবে এম পি বেলালকে ভালবাসি, তাই গিয়েছিলাম, আমি জাতিয় পার্টিতে আছি এবং থাকব।
