সাদ্দাম হোসেন:
সারাদেশের ন্যায় নেত্রকোণার পূর্বধলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে দুদিনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি বাবুল আলম তালুকদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার (ভিপি)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান ফকির, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাংঠনিক সম্পাদক ইসতিয়াক আহমেদ বাবু প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তরা বলেন, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি, দুর্নীতির মামলায় দন্ডিত হওয়ার পর থেকে কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রীকে আদালতের পাশাপাশি রাজপথের আন্দোলনে মুক্ত করার ঘোষণা ছিলো বিএনপির। কিন্তু, কোনো চেষ্টাতেই সুফল হতে পারেনি বিএনপি। তাই তারা বেগম জিয়ার মুক্তি ও সুচিকিৎসা প্রদানের জন্য জোড় দাবী জানান।
