গৌরীপুর, (ময়মনসিংহ) থেকে মোঃ আব্দুল লতিফ
শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা ও শান্তি শৃংখলা রক্ষায় ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় পনেরটি পূজা মন্ডপে পূজা চলাকালীন সময়ে সিসি ক্যামেরা স্থাপনের আশ্বাস দিলেন গৌরীপুরের মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। ২৫ সেপ্টেম্বর বুধবার সকাল১১টায় গৌরীপুর পৌরসভার হল রুমে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন। সভায় উপস্থিত ছিলেন গৌরীপুর থানার ওসি মোঃ কামরুল ইসলাম মিয়া, পৌর প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি অরুন চন্দ্র সরকার, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মদন মোহন দাস, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাকিবুল হাসান, পৌর কাউন্সিলর এস আলী আহাম্মদ, মাসুদ মিয়া রতন, আতাউর রহমান আতা, সাইফুল ইসলাম রিপন, নূরুল ইসলাম, নাজিম উদ্দিন, পৌর মহিলা কাউন্সিলর শিউলী চৌধুরী, জেসমিন আক্তার, দিলুয়ারা আক্তার, পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমানসহ গৌরীপুর পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
