নেপাল ধরঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগীতায় রোমান এবং ইয়াসানকে তাদের মা বাবার কাছে ফিরিয়ে দেন। ডিবি’র ওসি শাহ্ কামাল আকন্দ, ( পিপএম বার) বলেন মা,বাবার অতিরিক্ত শাসনের ফলে বাড়ি থেকে পালিয়ে গত ৭ দিন তারা অবস্থান করেছে ঢাকাসহ বিভিন্ন স্থানে। নিখোঁজ হবার পর তাদের উদ্ধারে দায়িত্বভার পরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ, ময়মনসিংহ এর উপর। অবশেষে গতকাল ২৪/০৯/২০১৯ইং তারিখ তাদের উদ্ধার করা হয় গাজিপুর থেকে। আজ ২৫/০৯/১৯ইং তাদের মা, বাবার জিম্মায় বুঝিয়ে দেয়া হয়। জেলা গোয়েন্দা ডিবি’র ওসি শাহ্ কামাল আকন্দ, সকল পিতা মাতার উদ্দেশ্যে বলেন আপনার সন্তানদের সাথে ভালোবাসার সোহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলোন। সন্তানকে শাসন নয়, ভালোবাসা দিয়ে তাদের প্রতি যত্নবান হোন। আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠান, সন্তান কোথায় যায়, সেদিকে নজর রাখুন।
