প্রতিদিনের তথ্য.কম ডেস্ক :ময়মনসিংহের তারাকান্দায় ডিবির সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত হয়। তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা নামক স্থানে থানা পুলিশ ও ডিবির অভিযানের সময় উপজেলার বানিহালা ইউনিয়নের নলচাপড়া গ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী আঃ করিম (৪৫) বন্ধুক যুদ্ধে নিহত হয়েছে। শীর্ষ মাদক বিক্রেতা মাদক আঃকরিমের নামে থানায় অন্তত বেশ কিছু মামলা রয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টায় বন্ধুকযুদ্ধের এই ঘটনা ঘটে।
তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ জানান, আন্তঃজেলা সংঘবদ্ধ মাদক বিক্রেতাগণ অবৈধ কর্মকান্ড সংগঠিত করার হীন মানসিকতা নিয়ে অবস্থান করছে, গোপনে প্রাপ্ত এমন সংবাদের ভিত্তিতে তারাকান্দা থানা পুলিশ এবং ডিবি যৌথ অভিযান পরিচালনা করে। পুলিশ ও ডিবি-র উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় মাদক ব্যবসায়ী আঃকাদির(৪৫) গুলিবিদ্ধ হয়। এ সময় আনোয়ার নামে এক পুলিশ সদস্য আহত হন।
মোকামিয়াকান্দায় অভিযান পরিচালনাকালে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি, ২০০গ্রাম হিরোইন উদ্ধার করেছে বলে জানা গেছে। নিহত মাদক সম্রাট আঃ কাদির নলচাপড়া গ্রামের মৃত আব্বাস আলীর পুত্র।