মোঃ আব্দুল লতিফ, গৌরীপুর, ময়মনসিংহ।
ময়মনসিংহের গৌরীপুরে ভবানীপুর জামে মসজিদের বাউন্ডারি দেয়াল ভাংচুরের ঘটনায় সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টায় গৌরীপুরের-রামগোপালপুর রোডে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন স্থানীয় মুসল্লিসহ এলাকার জনগন।
ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভকারীরা প্রায় আধা ঘন্টা রাস্তা অবরোধ করে রাখেন।
ঘটনা জেনে গৌরীপুর থানার ওসি কামরুল ইসলাম মিয়া ঘটনাস্থলে গিয়ে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
ভবানীপুর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক (৫১) জানান, মসজিদ সংলগ্ন বাসিন্দা আবিদুর রহমান (৭০) ও তার লোকজন শনিবার বিকেলে মসজিদের উত্তর পাশের ইটের বাউন্ডারি দেয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলেন। এতে স্থানীয় মুসল্লীরা বাঁধা দিলে তাদেরকে হুমকী দেন আবিদুর রহমান। এ ঘটনা জানাজানি হলে মসজিদের মুসল্লিরা ও স্থানীয় লোকজন আবিদুর রহমানের বিচারের দাবিতে সোমবার দুপুরে গৌরীপুর-রামগোপালপুর আঞ্চলিক সড়কে খড়ের আগুন ধরিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।
উক্ত ঘটনায় মন্তব্য জানতে সোমবার দুপুরে আবিদুর রহমানের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, মুসল্লিদের বিক্ষোভের খবর পেয়ে তিনি ও সঙ্গীয় পুলিশ ঘটনাস্থলে যান। অতপর স্থানীয় জনগনকে উক্ত ঘটনার সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
