প্রতিদিনের তথ্য.কম ডেস্ক: গাজীপুর কাজী রাজিয়া সুলতানা উচ্চ বিদ্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু ১ অক্টোবর মঙ্গলবার থেকে আগামী ৭ অক্টোবর পর্যন্ত চলবে। এই কর্মসূচির আওতায় দেশের প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৫ থেকে ১১ বছর বয়সি এবং মাধ্যমিক পর্যায়ের ১২ থেকে ১৬ বছর বয়সি সব শিশুকে একডোজ করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুভ উদ্বোধন।
প্রধান অতিথি ছিলেন এস.এম তরিকুল ইসলাম,জেলা প্রশাসক গাজীপুর। বিশেষ অতিথি রেবেকা সুলতানা, জেলা শিক্ষা অফিসার গাজীপুর।সভাপতিত্ব করেন,ডাঃ মোঃ খায়রুজ্জামান,সিভিল সার্জন গাজীপুর।
মোঃ নূরুল ইসলাম সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সিভিল সার্জন অফিস।
কাউসার আহমেদ এন ডিসি জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর।
প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জল হোসেন। সত্যরঞ্জন ধর, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সিভিল সার্জন অফিস গাজীপুর। আরো উপস্থিত ছিল নুরুন নাহার বেগম প্রধান শিক্ষক কাজী রাজিয়া সুলতানা উচ্চ বিদ্যালয়।
