কেন্দুয়া প্রতিনিধি ঃ পূঁজা দেখতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সোহেল মিয়া (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া গ্রামে। নিহত সোহেল উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি পূর্ব পাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। সে কেন্দুয়ায় একটি ওয়ার্কশপে কাজ করত।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল তার বন্ধুদের নিয়ে শনিবার রাতে দুর্গা পূঁজা দেখতে বের হয়। বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে রাত সাড়ে ১১টার দিকে নোয়াদিয়া গ্রামে পূঁজা মন্ডপ পরিদর্শনকালে স্থানীয় ছেলেদের সাথে তাদের ঝগড়া হয়। এরই জের ধরে রাত ১২টার দিকে নোয়াদিয়া গ্রামের ছেলেরা ডাউকি গ্রামের ছেলেদের ধাওয়া করে। এ সময় প্রতিপক্ষের ছেলেরা সোহেলের শরীরে ছুরিকাঘাত করলে সে মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাত ২টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Check Also
ময়মনসিংহে আবাসিক গ্যাস সংযোগের দাবীতে গ্রাহকগণের মানববন্ধন
নেপাল ধর: ময়মনসিংহে আবাসিক গ্যাস সংযোগের দাবীতে ফিরোজ জাহাঙ্গীর চত্বরে গ্যাস প্রত্যাশী গ্রাহকগণের মানববন্ধন অনুষ্ঠিত …