প্রতিদিনের তথ্য. কম ডেস্ক: নেত্রকোনার পূর্বধলায় মাটিতে পড়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু ও দুই জন আহত হয়েছে। আজ রবিবার সকাল ৮ টার দিকে নোয়াপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার জারিয়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের হাসিম উদ্দিনের ছেলে মাসুদ মিয়া (২৫) ও উমর ফারুক এর স্ত্রী রুমা আক্তার (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঐ এলাকার বিদ্যুৎ সেচের তার রাস্তায় পরে যায়। পরে সকাল ৮ টার দিকে গরুকে ঘাস দিতে গেলে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পর্শ করলে মাসুদ স্পৃষ্ট হন তা দেখে রুমা আক্তার বাচাতে গেলে সেও স্পৃষ্ট হন পর পর ইসমাইল ও আল মামুন বিদ্যুৎপৃষ্টা হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের সকলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজন কে মৃত ঘোষণা করেন ও ইসমাইলকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফার করা হয় আর আল মামুন প্রাথমিক চিকিৎসা নেন।
এ ঘটনা শুনে উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন,নেত্রকোনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েল,সহকারি কমিশনার (ভূমি) ফৌজিয়া নাজনীন, পূর্বধলা থানা অফিসার ইনসার্চ (ওসি) মোঃ তাওহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
