মো: আজিজুল ইসলাম (ইমরান)সাতক্ষীরা।
দেশের উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে সারদেশে বৃষ্টিপাত অব্যহত আছে। আগামী ২ দিনে বৃষ্টিপাতের এই প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে অন্ধ্র উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। লঘুচাপে বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থিত।
কুয়াশার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, সারাদেশে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এর ফলে সকালের দিকে কিছুটা শীত অনুভুত হতে পারে।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময় দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৫ থেকে ১২ কিলোমিটার।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার বর্ধিত পূর্ভাবাসে বলা হয়েছে, আগামী মঙ্গলবার (২৯ অক্টোবর) নাগাদ অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে। এদিকে সারাদেশের ন্যায় সাতক্ষীরাতেও বৃহস্পতিবার সারাদিন গুড়িগুড়ি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির কারনে সারাদিন মানুষ ঘর থেকে বের হতে পারেনি। সবথেকে কষ্ট করেছেন দিনমজুর মানুষেরা।
