মোঃ আব্দুল লতিফ: গৌরীপুর থানার পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির যৌথ উদ্যোগে শনিবার (২৬ অক্টোবর) বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বেলা ১১ টায় থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে থানা চত্বরে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম হবির সভাপতিত্বে ও পৌর কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মিয়া, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মোঃ হেলাল উদ্দিন , সাধারণ সম্পাদক বাবু বিধু ভূষণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, জেলা যুবলীগ নেতা তানজীর আহমেদ রাজীব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা কমিউনিট পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল হাসিম, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুস সামাদ প্রমুখ।
কর্মসূচীতে অংশগ্রহন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনসুর আহাম্মেদ মিলন, উপজেলার ৫ নং ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হাসান আজাদ লিটন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিআরডিবি’র চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, যুবলীগ নেতা আবু সাঈদ, মোকাম্মেল হক তালুকদার, মতিউর রহমান রফিক, আব্দুর রউফ মোস্তাকীম, স্বেচ্ছাসেবকলীগ নেতা একেএম রাকিবুল হক রাকিব, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনসহ গৌরীপুর কমিউনিটি পুলিশিং কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
