মো:আজিজুল ইসলাম (ইমরান) সাতক্ষীরা :পালাতক মুন্নী আক্তার রিমা’র সন্ধানে থানায় জিডি মুন্নী আক্তার রিমা (১৭) নামে একটি মেয়ে পালিয়ে গিয়েছে। গত ২১ অক্টোবর বিকালে ঢাকার মিরপুর-১২ এলাকায় একটি বাড়িতে কর্মরত থাকাবস্থায় কাওকে কিছু না জানিয়ে সে পালিয়ে যায়। ঐ ভবনের সিসিটিভি ফুটেজে তা স্পষ্টভাবে দেখা গেছে। মুন্নী আক্তার রিমা সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পুস্পকাটি গ্রামের মৃত সেলিম ও গৃহীনি রহিমার কন্যা। যদি কোন সহৃদয়বান ব্যক্তি মেয়েটির সন্ধান পান তাহলে পারভীন সুলতানাকে ০১৭১৪-৩৮৮০০৯ অবহিত করার বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এব্যাপারে পল্লবী থানার জিডি করা হয়েছে। যার জিডি নং- ২৪/৬০।
