বিষেশ আজ রবিবার ময়মনসিংহ জেলা পর্যায়ে “বিজয় ফুল ” ২০১৯ তৈরী প্রতিযোগিতার আয়োজনে, জেলার প্রতি উপজেলা থেকে ১ জন করে অংশ গ্রহন করেন। তাদের মধ্যে গৌরীপুর উপজেলার তাঁতী লীগে যুগ্ম আহবায়ক ও প্রতিদিনের তথ্য. কমের বিশেষ প্রতিনিধি মোঃ আব্দুল লতিফের মেয়ে গৌরীপুর পাইলট গার্লস হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী রওশন জাহান অর্ণা প্রথম স্থান অর্জন করায়, অর্ণার হাতে সনদপত্র তুলে দেন ময়মনসিংহর জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
