মোস্তাক আহমেদ খানঃ বিয়ে যার নেশা, বিয়ে যার পেশা, এমনই এক বিয়ে পাগলা প্রতারকের সন্ধান মিলেছে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের সভার চর গ্রামের বাদশা মিয়ার ছেলে আবু বক্কর। বয়স মাত্র ৪৫ বছর আর বিয়ে করেছেন ৬০ টিরও বেশি, আর সে কথাগুলো অকপটে স্বীকারও করেছেন তিনি। ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে বিভিন্ন স্থানে বিভিন্ন পেশা দেখিয়ে বিভিন্ন নারীর সাথে সম্পর্ক স্থাপন করে বিয়ে করে প্রতারণার মাধ্যমে টাকা পয়সা নিয়ে সরে পড়তো এই প্রতারক। এ বিষয়টি শুনে অনকেই রুপকথার গল্প মনে করেন প্রথমে কিন্তু পরে জানা যায় ঐ ব্যক্তিকে পূর্বধলা থানায় আটক করা হয়েছে, এটা শুনেই অনেকেই বিশ্বাস করেন বিষয়টি, আরো জানা যায় নেত্রকোনার পূর্বধলা থানায় ঘাগড়া ইউনিয়ন ওটি গ্রামের রোজী আক্তার নামে এক নারী, নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন, প্রতারণার মাধ্যমে ২০০৩ সালে পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নে ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে বিয়ে করলে তার নামে প্রতারণা মামলা হয় এবং তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ । রোজী আক্তার এর চাচাতো ভাই আনোয়ার হোসেন জানান, তাদের গ্রামের প্রতিবেশী খোকনের মাধ্যমে আবু বক্কর এর পরিচয় এবং বিয়ে সম্পন্ন হয় । পরে ধীরে ধীরে তার প্রতারণার পরিচয় পাওয়া যায় । প্রথমে রোজীর বাবার কাছে তিন লক্ষ টাকা যৌতুক দাবি করলে রোজি’র বাবা অপারগতা প্রকাশ করে। পরবর্তীতে প্রতারক আবু বক্কর অন্য চাল চালে। রোজির ভাইকে চাকরি দেওয়ার কথা বলে নগদ ৮০ হাজার টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়। এ ব্যাপারে পূর্বধলা থানার ওসি তদন্ত) মিজানুর রহমান জানান, রোজি আক্তার এর দায়ের কৃত মামলায় পূর্বধলা থানার এস আই আলাউদ্দিন, এ এস আই সালাউদ্দিন, কনস্টেবল ফিরোজ আহমেদ ও আব্দুল মান্নান এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে।
