স্টাফ রিপোর্টার: “ট্রাফিক আইন ভাঙবো না, জরিমানা দিবো না এই প্রতিপাদ্যকে সামনে রেখে
=আজ ৭ই নভেম্বর ১৯ খ্রি. বৃহস্পতিবার, ময়মনসিংহ পাট গুদাম ট্রাফিক মোড়ে “সড়ক পরিবহন আইন -২০১৮”(কার্যকর ১ নভেম্বর -২০১৯) বিষয়ক প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিপিএম ।এ সময় ডিআইজি সড়ক পরিবহন আইন -২০১৮ সম্পর্কে লিফলেট বিতরণ এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাপ্ত পুলিশ সুপার ময়মনসিংহ মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার), রেঞ্জ ও জেলা পুলিশের পুলিশের উর্ধ্বতন কর্মকতা ও অন্যান্য অতিথি গণ উপস্থিত ছিলেন।