স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনছার আলী (৫০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। সে সাতক্ষীরা সদর উপজেলার ঘড়িবিলা এলাকার রজব আলীর ছেলে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১২ নভেম্বর) সাতক্ষীরার পলাশপোল এলাকায় এস এ পরিবহনের সামনে। প্রত্যক্ষ দর্শীরা জানায়, রজব আলী বাইসাইকেল নিয়ে বাড়ী থেকে বাহির হয়ে কাজের উদ্দেশ্য শহরের নিউ মার্কেটের দিকে যাচ্ছিলেন।
বাইসাইকেল যোগে সে এস এ পরিবহনের সামনে পৌঁছালে বিপরীত গামী যশোর মুখী একটি তেলবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় রজব আলীর মাথা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেয় সে মারা যায়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। নিহত রজব আলীর মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাছাড়া এ বিষয়ে সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
