বিশেষ প্রতিনিধি মোঃ আব্দুল লতিফ:ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (২৫ নভেম্বর/১৯) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাসেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে অনুমোদনবিহীন তানিয়া ব্রিকস ফিল্ডের চিমনি ও ভাটা গুড়িয়ে দেয়। এসময় শাপলা ব্রিকসকে এক লাখ টাকা, তারা মিয়া ব্রিকসকে ৫০ হাজার টাকা, মোঃ হাবিব উল্লাহ ব্রিকসে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মন, মাস্তুরা আমিনা, পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক নূর আলম, সহকারী পরিচালক সাবিকুন্নাহার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাসেম জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের অনুমতিপত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের লাইসেন্স না থাকায় মেসার্স তারা ব্রিকস ও মেসার্স তানিয়া ব্রিকস ফিল্ডকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিদ্যালয়ের পাশে ইটভাটা থাকায় শাপলা ব্রিকসে শর্তারোপ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নূর আলম জানান, অনুমোদনবিহীন প্রত্যেকটি ইটভাটায় এ অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে পরিবেশের ক্ষতিকারক ইটভাটাগুলোকে বন্ধ করে দেয়া হবে।