মোঃআবুল বাশার: নেত্রকোনার জেলার পূর্বধলা উপজেলায় ট্রেনে কাটা পড়ে রিনা আক্তার (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সোয়া ৯ টার দিকে জারিয়া-ময়মনসিংহ (তারাকান্দা) নামক রেলপথের এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিনা উপজেলার জারিয়া ইউনিয়নের মানুষউড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের মেয়ে ও পূর্বধলা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রি
পূর্বধলা রেলস্টেশনের কর্তব্যরত বুকিং সহকারী মো. আব্দুল মোমেন সাথে কথা বলে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ওই কলেজছাত্রী জারিয়া থেকে ময়মনসিংহগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।
