মো : আজিজুল ইসলাম(ইমরান)
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আশাশুনি উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আবারও এবিএম মোস্তাকিমকে সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সম্ভুজিত মন্ডল।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় আশাশুনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাাকিম’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।
সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এস.এম কামাল হোসেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, আশাশুনি উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলন তদারকি কমিটির প্রধান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
সম্মেলনে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে এবিএম মোস্তাকিম ও সাধারণ সম্পাদক সম্ভুজিত মন্ডলকে মনোনীত করা হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের বিদায়ি সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পিন্টু।
