মোস্তাক আহমেদ খানঃ “অভিগম্য আগামীর পথে” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ২৮ তম আন্তর্জাতিক এবং ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুমের নের্তৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন সুলতানা সুমী, সহকারি কমিশনার (ভূমি) ফৌজিয়া নাজনীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,সমবায় কর্মকর্তা উছমান গনি, মহিলা বিষয়ক কর্মকর্তা কানুলাল চাকী প্রমুখ।
স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেন উপজেলার আঃ কদ্দুস অটিজম বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, ইকরা প্রতিবন্ধী বিদ্যালয় ও রহিমা বেগম মেমোরিয়াল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।