মোঃআবুল বাশার: আজ (১২ ডিসেম্বর) বৃহস্পতিবার নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে চত্ত্বরে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, কুইজ, চিত্রাংকন প্রতিযোগিতা ও অনুষ্ঠিত হয়।
তাদের শ্লোগান ছিল – সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’।
র্যালীটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। এ সময় র্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফৌজিয়া নাজনীন, ময়মনসিংহ বিভাগীয় পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফরিদ উদ্দিন আহম্মদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ মহসিন, জেলা পরিষদ সদস্য মাজহারুল ইসলাম রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা কানু লাল চাকী, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা করুন চন্দ্র সাহা, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মাহমুদুল হাসান, সহকারি শিক্ষা অফিসার মোঃ শাহিন মিয়া ও পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী। এছাড়া আরো বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দরা অংশগ্রহণ করেন।
পরিশেষে শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।