প্রতিদিনের তথ্য.কম ডেস্ক: ১২ ডিসেম্বর ১৯ ইং বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় ময়মনসিংহের বাংলাদেশ নজরুল সেনা কেন্দ্রীয় কার্যালয়ে অনষ্ঠিত হয়েছে “জলবায়ু সংকট মোকাবেলায় করনীয়”শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসুচী।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মুশফিকুর রহমান চৌধুরী সমন্বয়কারী সবুজ আন্দোলন ময়মনসিংহ জেলা শাখা।প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন-অধ্যাপক ইউসুফ খান পাঠান,জেলা পরিষদ চেয়ারম্যান,ময়মনসিংহ।
প্রধান আলোচক হিসেবে আগমন করেন-এ্যাডঃ আবু বকর সিদ্দিক,সভাপতি সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন-সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ,বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুর রহমান ফকির,এ্যাডঃ আনিছুর রহমান মোল্লা সহ বিভিন্ন পেশার লোকজন,শিক্ষার্থী,সাংবাদিকগন।
বক্তারা বলেন-পৃথিবীর যে জলবায়ু সংকটময় মুহুর্ত আর বসে থাকার সময় নেই।এবিষয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে জলবায়ু ও বৃক্ষ রক্ষায় বাংলাদেশ সরকার যেমন কাজ করছে,আমাদেরও সকলের এগিয়ে আসা উচিত।তাই আসুন সবাই মিলে দেশ রক্ষায় নিরাপদ অক্সিজেন রক্ষায় কাজ করি,সবুজ আনন্দোলন গড়ে তুলি।
সব শেষে বৃক্ষ রোপনের জন্য বিভিন্ন গাছের চারা বিতরন করা হয়।
