পূর্বধলা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে পালিত হল, সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিনটির কার্যক্রম শুরু হয়, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্মে প্রথমে উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসক এবং ধারাবাহিক ভাবে উপজেলার বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পন করে ও মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ কারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
