মোঃ আবুল বাশার: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১০ঃ ০০ টায় জগৎ মনি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠনিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ সম্পন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা ৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল, বীরপ্রতীক, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পূর্বধলা উপজেলা আওয়ামীলীগ ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছেন। কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ ও তার সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী উপস্থিতিতে সকল নেতাকর্মীসহ সমর্থক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভুমি), পুলিশ অফিসার ইনচার্জ, সাবেক কমান্ডারবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আরো অনেকেই। মঞ্চে উপস্থিত হলে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল ( বীরপ্রতীক), উপজেলা নির্বাহী অফিসার এবং
পুলিশ অফিসার ইনচার্জ। জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করে। তারপরে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভসূচনা করে।
তারপর জতীয় পতাকাকে সালাম জানাতে বিভিন্ন স্কুল, কলেজ শিক্ষার্থীরা একে একে এগিয়ে আসে।
ইকরা প্রি-ক্যাডেট স্কুল, ইলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিডিয়া আইডিয়াল স্কুল, আরবান একাডেমি স্কুল, বুধি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্বধলা উচ্চ বিদ্যালয়, রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজ, রোভার স্কাউট দল-পূর্বধলা সরকারি কলেজ, গার্ল ইন রোভার দল-পূর্বধলা সরকারি কলেজ,পূর্বধলা জগৎ মনি উচ্চ বিদ্যালয়, পূর্বধলা জে.এম পাইলট উচ্চ বিদ্যালয়।
তারপর সকল বীরমুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। তারপর শুরু হয় অনুষ্ঠান, নাচ,গান,আভিনয়। ভালো অংশ গ্রহণকারিদের মাঝে ১,২,৩…. পুরস্কার বিতরণ করেন। পুরস্কার তুলেদেন সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল ( বীরপ্রতীক), উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার এবং
পুলিশ অফিসার ইনচার্জ।
আরো পুরস্কার তুলেদেন পুলিশ কর্মকর্তাগন এবং আনসারদের মধ্যে। পুরস্কার শেষ করে অনুষ্ঠানের সমাপ্তি করে বিদায় নিলেন সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক)।