নেত্রকোনা সদর প্রতিনিধি মোঃআবুল বাশার: আজ ১৮ ডিসেম্বর BRTC দুতলা বাস পুনরায় চালু করতে এলাকাবাসীরা মানববন্ধন করে। নেত্রকোনা-ময়মনসিংহ রোডে শ্যামগঞ্জ বাজার হাফেজ জিয়াউ রহমান ডিগ্রি কলেজের সামনে সকাল ১১ঃ ৩০ থেকে ১২ঃ ৩০ পর্যন্ত এ মানববন্ধন করে।
উক্ত মানববন্ধনে উপস্থিত এলাকা বাসীবাসী সাংবাদিকদের জানায় গণ পরিবহনে শ্যামগঞ্জ- নেত্রকোনা বাসিন্দাদের দূর্ভোগ লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিলাসবহুল বিআরটিসি দুতলা বাস দিয়েছেন। আর সে বাস গুলো প্রতিবন্ধকতা বন্ধ রয়েছে কিন্তু যাত্রীরা এটা মানতে চাই না। কারণ লোকাল বাস গুলো অনেক সময় অতিরিক্ত ভাড়া আদায় করে, এবং অতিরিক্ত লোকজনও তুলে বলে এলাকা বাসীরা অভিযোগ করেন ।তাই তাদের দাবি নেত্রকোনা রোডে পুনরায় BRTC বাস চালু করার জন্য।
