হোসাইন আহমেদ হাসান, দুর্গাপুর ( নেত্রকোনা ) প্রতিনিধি :নেত্রকোণার দুর্গাপুরে চেরাইপথে আসা ভারতীয় ৬ টি গরু আটক করেছে গ্রামবাসী। গ্রামবাসী কৃষক সাইফুল ইসলাম সহ কয়েকজন জানান শনিবার ভোরে ঘন কোয়াশার মধ্য দিয়ে প্রায় ৫০ টি ভারতীয় চোরাই গরু ১৫-২০ জন চোরাকারবারী একটি সংঙ্গবদ্ধ দল চন্ডিগড় ইউনিয়নের ফেচিয়া গ্রাম দিয়ে যাওয়ার সময় তাদের সন্ধেহ হয়। চোরা কারবারীদের কিছু বলার আগেই তারা দ্রুত পালিয়ে যায়। পরে তাদের পিছু পিছু কিছু গরু এলোপাথারী ভাবে চলে যায়। গ্রামবাসী ৬ টি গরু আটক করে দুর্গাপুর থানায় খবর দিলে এসআই আব্দুল জলিল দ্রুত ঘটনার স্থলে এসে পৌছে আ‘লীগ সহসভাপতি মোঃ আলীআসগর,অধ্যাপক আব্দুর রাশীদ,ও ওয়ার্ড আ‘লীগের সাধারন সম্পাদক স্থানীয় গন্যমান্যদের উপস্থিথিতে থানা হেফাজতে নিয়ে আসে। একটি নির্ভরযোগ্য সুত্র থেকে যানা যায় বেশ কিছু দিন যাবৎ বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে শক্তিশালী উভয় দেশের একটি চোরাকারবারী দল সংঙ্গঠিত হয়ে ভারতের দাম্ভুক বাজার হতে বাংরাদেশের কালিকাপুর বাজার ছরার পুর্ব দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে নাগাবাগাবিল হয়ে লোহারগাও,মধুয়াকোনা গ্রাম দিয়ে দুর্গাপুর-নাজিরপুর রাস্তায় এসে নাজিপুর বাজারে তাদের নিদৃষ্ট স্থানে নিয়ে যায়। সেখান থেকে আইন শৃংখলাবাহিনীর চোখ ফাকি দিয়ে গরুবাহিত গাড়ি দিয়ে নেত্রকোনা, শ্যামগঞ্জ বাজারসহ দেশের বিভিন্ন হাট বাজারে গরু ব্যাবসায়ীদের কাছে বিক্রি করা হয়।
