হোসাইন আহমেদ হাসান, দুর্গাপুর (নেত্রকোণা) :
নেত্রকোণার দুর্গাপুরে টঙ্ক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে বিট্রিশ বিরোধী সংগ্রামী টঙ্ক আন্দোলনের মহানায়ক মুক্তিযোদ্ধকালীন প্রবাসী সরকারের কিংবদন্তি মেহনতী কৃষক, শ্রমিক, মেহনতী মানুষের মুক্তি সংগ্রাম এবং সমাজতন্ত্রের মহান নেতা, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহ স্মরণে ২৯ তম মৃত্যুবার্ষিকী আগামী ৩১ ডিসেম্বর’১৯ পালিত হয়ে ৬ জানুয়ারি’ ২০২০ পর্যন্ত “কমরেড মণি সিংহ মেলা” অনুষ্ঠিত হবে। এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্গাপুর-কলমাকান্দা জাতীয় সংসদ সদস্য মানু মজুমদার। জাতীয় রাজনৈতিক নেতৃবর্গ, দেশবরেণ্য বৃদ্ধিজীবি ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করবেন। ৩১ শে ডিসেম্বর সকাল ১১ টায় মণি সিংহ মেলা শুভ উদ্ভোধন করবেন নেত্রকোনা ১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মানু মজুমদার ও কমরেড মণিসিংহ মেলার আহ্বায়ক প্রবীন রাজনীতিবিদ বাবু দুর্গাপ্রসাদ তেওয়ারী। উদ্ভোধন শেষে কমরেড মণি সিংহের প্রতিকৃতীতে পুষ্পার্ঘ্য অর্পন করবেন মেলা উদযাপন কমিটির সদস্য বৃন্দ, আদিবাসী নারী-পুরুষ, শিক্ষক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রিক মিডিয়ার কর্মীবৃন্দ। পরে বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষের একটি চখোশ শুভাযাত্রা বের হয়ে দুর্গাপুর পৌরসভা প্রদক্ষিণ করবে। ৭দিন ব্যাপী অনুষ্ঠান মালায় রয়েছে প্রতিদিন সকাল ১০ ঘটিকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা। রয়েছে প্রতিদিন ৩ ঘটিকায় মনিসিংহের রাজনীতি, সমাজতন্ত্র মহান অক্টোবর বিপ্লব, গনতান্ত্রিক আন্দোলন ও কমরেড মনিসিংহ, আদিবাসীদের অধিকার আন্দোলন, কৃষক শ্রমিক আন্দোলন, নারী আন্দোলন, নতুন প্রজন্ম ও কমরেড মনিসিংহ এবং মনিসিংহের কৃষক টংক প্রথা বিরোধী আন্দোলন এর উপর দেশ বরেন্য ও স্থানীয় আলোচকদের আলোচনা সভা। প্রতিদিন রাতে ঢাকা, কাজী কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, মনিসিংহ, নেত্রকোনার উদীচীর শিল্পী গোষ্ঠীর, উপজাতীয় কালচারাল একাডেমীর শিল্পী গোষ্ঠীর ও স্থানীয় বিভিন্ন শিল্পী গোষ্ঠীর নাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং বিশেষ আয়োজনে রয়েছে ডিএসকের আয়োজনে “জাগিয়া উঠিল প্রাণ” পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে “পিঠা উৎসব ও পৌষ মেলা”।
