স্টাফ রিপোর্টার: নেত্রকোণার পূর্বধলা উপজেলায় নয়াপাড়া গ্রামে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ফুটবল মিনি নাইট টুর্নামেন্টের আয়োজন করে সহযোগিতা ছিল নোভা ইলেকট্রনিকস, এ খেলা শুরু হত প্রতিদিন রাত ৮ টায়, ম্যাসের বিজিয় দল ২ টি তাসিন ফাইটার্স বনাম তাফসীর এফসি গত রাতের খেলায়,তাসিন ফাইটার্স,২.০ ট্রাইব্রেকার গোলে হারায় তাফসীর এফসি কে এ সময় রেফারির দায়িত্ব পালন করেন অত্র ওয়ার্ডে সাবেক মেম্বার মহসিন ,বিজয়ি দল তাসিন ফাইটার্স কে চ্যাম্পিয়ন দল হিসাবে পুরস্কার হাতে তুলে দেন ২৪ইঞ্চি নোভা এলসিডি, এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ম্যান রাশিদুজ্জামান পিন্টু, ও ওয়ার্ড মেম্বার আব্দুল হাসিম দর্জী,সাবেক মেম্বার আব্দুল হামিদ মাস্টার, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে উপজেলার সভাপতি শাহিনুল ইসলাম শাহিন।
