মো:আজিজুল ইসলাম (ইমরান) সাতক্ষীরায় প্রাণের উচ্ছ্বাসে পালিত হয়ে গেল পাঠ্যপুস্তক উৎসব ২০২০। স্কুলে স্কুলে উৎসবমুখর পরিবেশে বছরের প্রথম দিনই জেলার ৪২ লাখ শিক্ষার্থীর হাতে উঠলো নতুন বই।
বুধবার ১ জানুয়ারি সকালে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চোৗধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস প্রমুখ। এরপর, সাতক্ষীরা সিলভার জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক স্তরের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সাতক্ষীরা জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার সাতক্ষীরা জেলায় মাধ্যমিক স্তরে ৩২ লাখ ৫৮ হাজার ৬৭০ পিস এবং প্রাথমিক স্তরের ৯ লাখ ৪৩ হাজার ২১৫ পিচ বই বিতরণ করা হয়েছে।
