স্টাফ রিপোর্টার :নেত্রকোনা জেলাধীন পূর্বধলা থানার,উত্তর পূর্বধলায় সার্বজনীন কালী মন্দিরে ছয়দিনব্যাপী নাম কীর্তন অনুষ্ঠানের আয়োজন করে শ্রীশ্রী তারাকব্রক্ষ্র হারিনাম সংকীর্ত্তন সংঘটন, ১ জানুয়ারি থেকে এতে ছয়টি দল অংশ গ্রহন করেন, ভক্তজয়দেব সম্প্রদায় সাতক্ষীরা, বালিকা সখী সম্প্রদায় গোপালগঞ্জ, ভগবতী সম্প্রদায় হবিগঞ্জ, মানবমুক্তির সম্প্রদায় হবিগঞ্জ, রামকৃষ্ণ সম্প্রদায় পূর্বধলা,গুরুভাই দূর্গাপুর, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনোরঞ্জন দাস,সহ সভাপতি প্রদিপ কুমার চন্দ্র সার্বক্ষন থেকে অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং তিনি বলেন এবার হরিনামকীর্ত্তন খুবই সুন্দর ঝাকজমক ভাবে উপভোগ করতে পেরে আমরা খুবই খুশি, আশা করি সৃষ্টিকর্তার কাছে আগামী বছর যেন এভাবে পালন করতে পারি।
