শেখ সাদী মাছুম : সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানাধীন এনায়েতপুর গ্রামে শতাব্দীর মহান মুজাদ্দেদ খাজা বাবা শাহ্ সূফী ইউনুছ আলী এনায়েতপুরি (রহ) দরবার শরীফ ১০৫ তম পবিত্র ওরছ শরীফ উদযাপন হয়, জানা যায় ১৮৮৬ সালে ২১ সেপ্টেম্বর ১২৯৩বাংলা সালে২১ কার্তিক হযরত শাহ্ আবদুল করিম (রহ) ঘরকে আলোকিত করে ধরাধামে তশরিফ আনেন, ৩ ভাইবোনদের মাঝে তিনি সবার বড় ছিলেন, যৌবনেই তিনি পীরওমুর্শিদ হজরত সৈয়দ ওয়াজেদ আলী নক্সেবন্দী মুজাদ্দেদী( রহ) বয়াত গ্রহণ করে পীরের খেদমতে থেকে তরিকতের সাধনা করে পীর ও মুর্শিদের প্রধান খলিফার মর্যাদা অর্জন করে ১৩৫৮ বাংলা সালে ১৮ ফাল্গুন রবিবারে ইন্তেকাল করেন,এবং লক্ষ লক্ষ মরিদান রেখে যান,বাংলাদেশ,ভারত সহ এনায়েতপুরি পীর সাহেবের অসংখ্য মুরিদান পীর হিসেবে খ্যাতি লাভ করেন,যথা ময়মনসিংহের শম্ভূগঞ্জে তদ্বিয় ২য় সাহেবজাদা হযরত খাজা বাবা সাইফুদ্দিন (রহ) খাজা বাবা শম্ভূগঞ্জী, ভারতের গণি খলিফা, আটরশি মাওলানা হাসমত উল্লাহ আটরশির পীর সাহেব,চন্দ্রপাড়ার মৌঃ মকিম উদ্দিন শাহ চন্দ্রপুরি,সহ আরো অনেকই, এই মহান বুযোর্গ বাড়িতে প্রতি বছরের ন্যায় এবার ও আজ রবিবার খাজা বাবা এনায়েতপুরির রহ ছেলে গদীনশিন হযরত কামাল উদ্দিন নূহ মিয়া উদযাপন করে আখিরী মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির শান্তি কামনা করে সমাপ্ত করেন।
