হোসাইন আহমেদ হাসান,দুর্গাপুর প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে একদল সন্ত্রাসী,ভূমিদস্যু,দুস্কৃতিকারী কর্তৃক জিবিসি’র ভূমি ও ঘর দখলকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে গারো ব্যাপ্টিষ্ট কনভেনশন(জিবিসি) বাংলাদেশ বিরিশিরি শাখার নেতৃবৃন্দ। সোমবার (৬ জানুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে বিরিশিরি জিবিসি(বিরিশিরি-শ্যামগঞ্জ) রাস্তার উপরে এক ঘন্টা ব্যাপী মানববন্ধন করে,উক্ত মানববন্ধন থেকে অবৈধ দখল উচ্ছেদের দাবী জানায় প্রতিষ্ঠান সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও স্থানীয় ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের সর্বস্তরের লোকজন।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন জিবিসির জেনারেল সেক্রেটারি মৃনাল কান্তি মুর্মূ, মি.হ্যারিসন চিরান,দ্বীপন আশিষ সাংমা, ফাস্টার হ্যাবিংথন খুবি,প্রনয়েল রাংসা,প্রিয় কুমার মান্দা,দ্বীপন দিলিপ মাঝি প্রমূখ। এসময় বক্তব্যে আশিষ সাংমা বলেন,অবৈধ দখল উচ্ছেদ ঠেকাতে আমাদের যা যা করণীয় আমরা তাই করবো। কোন অনিয়ম আমরা প্রশ্রয় দিবো না।

smart