স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলার পূর্বধলা থানা দিন আতকাপাড়ায় আজ ১০ জানুয়ারি আনুমানিক সকাল ৭ টা শ্যামগঞ্জ – ঝারিয়া সড়কে দূর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু ঘটে, জানা যায় পুলিশ ও পথ যাত্রীদের সূত্র মতে লোকটি মানষিক বারস্যামহীন বলে ধারনা করা হচ্ছে, আরো জানা যায় লোকটির পরিচয় এখন ও পাওয়া যায়নি, তবে PBI সদস্যগন তদন্ত চালিয়ে যাচ্ছে।
