স্টাফ রিপোর্টার:
নেত্রকোণা জেলার পূর্বধলা থানাধীন থানা গেট সংলগ্ন,১০জানুয়ারি মুজিববর্ষ উদযাপন উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও প্রেসক্লাব নতুন কার্যালয় বিকাল ৪টায় ফিতা কেটে উদ্বোধন করেন ১৬১নেত্রকোনা ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক), এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্বধলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান উপস্থিত ছিলেন জাতীয় পার্টির উপজেলা সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক রক্কু মিয়া,সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশিদুজ্জামান পিন্টু আরো উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ যুবলীগসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ উপজেলা শাখার আহবায়ক শাহিনুল ইসলাম(শাহীন)প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল সাংবাদিকদের প্রতি গুরুত্বারোপ করে বিশেষ বক্তব্য দেন তিনি বলেন সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন যেখানেই অন্যায় অবিচার তা তুলে ধরেন সাংবাদিকরা, মজিববর্ষকে উল্লেখ করে বলেন ১০জানুয়ারি দিনটি আমার মনের কৌঠার দিন,বঙ্গবন্ধু শেখ মুজিবুররহমানের প্রত্যাবর্তনের দিন, এই দিনটি আমার কাছে গুরুত্বপূর্ণ এই দিনে আমি এয়ারপোর্টে গিয়েছিলাম বঙ্গবন্ধু যখন দেশে ফিরছিলেন, তখনকার সময়ের সৃতিচারণ করেন,পরে গরীব দুঃখী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন,উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব পূর্বধলা সভাপতি এস এম ওয়াদুদ,পরিচালনা করেন প্রেসক্লাব পূর্বধলা সাধারণ সম্পাদক রুবেল খান,সহ সভাপতি মজিবুর রহমান তালুকদার।
