প্রতিদিনের তথ্য.কম ডেস্ক : বুধবার বিকালে জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন জাতিসংঘের শিল্প, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো বাংলাদেশের সঙ্গে যৌথভাবে উদযাপন করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, দেশ বেদেশে ২৯৮টি অনুষ্ঠান থাকছে সারা বছরব্যাপী, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নত্তর পর্বে তুলে ধরে সরকার দলীয় এম পি আব্দুস সালাম মুর্শেদীর প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী কর্তৃক টুঙ্গিপাড়ায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, বিশেষ দোয়া মোনাজাত এবং দেশের জেলা উপজেলায় বিভিন্ন দপ্তরে, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান স্হানীয় সরকার প্রতিষ্ঠানের সমন্বয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হবে।তিনি বলেন জাতীয় প্যারেট গ্রাউন্ডে আগামী ১৭ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মুজিববর্ষ কর্মসূচির উদ্বোধন করা হবে।
