স্টাফ রিপোর্টার: নেত্রকোণা জেলার পূর্বধলা থানাধীন ধলামূলগাও ইউনিয়নের চুরাটি মুঞ্জুরি মার্কেট সংলগ্ন গতকাল শুক্রবার বিকাল ৩.৩০ মিনিটের সময়,ব্যাটারি চালিত২ টি অটো গাড়ির সংঘর্ষে চার ব্যক্তি গুরুতর আহত হয় জানা যায় সাথী আক্তার (৩৫)পা আঘাত প্রাপ্ত হয় ,নার্গিস আক্তার (৩০) মাথায় আঘাত প্রাপ্ত হয়,মিম আক্তার(১০) মাথায় আঘাত প্রাপ্ত হলে পূর্বধলা উপজেলা হাসপাতালে ভর্তি করানো হয়,মামুন(১৮) মেরুদণ্ড ও পা ভেংগে যাওয়ায় উন্নত চিকিৎসা জন্য ঢাকা শেরেবাংলা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে বলে প্রত্যক্ষদর্শী মুজিবুর রহমান তালুকদার জানান।
