খলিল, সাভার থেকে
পাগলি মহিলাটি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মঞ্জুরুল আলম রাজীব এর বাসভবনের সমানে গিয়ে দাঁড়িয়ে কিন যেন বিড় বিড় করে বলতেছিলো।
উপস্থিত সবাই পাগল ভেবে কথা বলেননি।
সকলে হয়তো বা ভাবছেন পাগলের যে কাজ তাই সে করছে।
তার ভাষা উপস্থিত সকলে না বুঝলেও কিন্তু সাভার উপজেলার চেয়ারম্যান এর দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে সমানে গিয়ে পাগলিটার সাথে তার মতো করে কথা বললেন।
তার মনের কথা বুঝার চেষ্টা করলেন এবং ক্ষণিকের মধ্যে চেয়ারম্যান এর বাসা থেকে একটি কম্বল এনে জড়িয়ে দিলেন পাগলিটার গায়ে। কম্বল পেয়ে পাগলিটা এত খুশি হলেন যে
পৃথিবীতে এমন সুখের হাসি কেউ হাসতে পারে বলে মনে হবে না।
এটিই পৃথিবীর শ্রেষ্ঠ হাসি।
উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ চেয়াম্যানের এমন মহানুভবতা দেখে আনন্দিত।এমন একজন মানুষকে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে পেয়ে উপস্থিত সকলেই মহাখুশি।