স্টাফ রিপোর্টার:নোয়াখালী জেলাস্থ চাটখিল উপজেলার বালিয়াধর গ্রামে দুনিয়া ও আখেরাতের কল্যানের কথা চিন্তা করে এলাকার দুস্থ অসহায় এতিম শিশুদের প্রতিপালন, চিকিৎসা এবং শিক্ষা প্রদানের মাধ্যমে মানবসম্পদে পরিনত করার লক্ষে স্থানিয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে “বালিয়াধর ইসলামিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা” নামে ১৯৭৩ সালে উক্ত মাদ্রাসা ও এতিমখানাটি প্রতিষ্ঠা করেন। এবং ১৯৮৭ সালে প্রতিষ্ঠানটি সরকারী সীকৃতি পায়। নিবন্ধন নং ৬০৪,নোয়া-৯৪।
খোজ নিয়ে জানা যায় উক্ত মাদ্রাসা ও এতিমখানার প্রধান হিসাবে দ্বায়ীত্ব পালন করছেন বড় হুজুর আবু দারদা সাহেব। তিনি ২০০৬ সাল থেকে অদ্যবদী উক্ত প্রতিষ্ঠানে মোহতামিম ও পরিচাল হিসাবে দ্বায়ীত্ব পালন করছেন। সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন আজাদ। এখানে নূরানী, হেবজ এবং কিতাখানায় বর্তমানে প্রায় ২০০ জন শিক্ষার্থী আছে। এর মধ্যে এতিম অসহায় গরীব ছাত্র ৮২ জন, কিন্তু সমাজসেবা অধিদফতর হতে সরকারী ক্যাপিটেশন গ্রান্ট সহায়তা পায় মাত্র ১৯ জন এতিম।
আরও জানা যায় উক্ত এতিমখানা ও মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে অদ্য পর্যন্ত সার্বিক বিবেচনায় এলাকায় ব্যপক সুনাম অর্জন করেছে। এই প্রতিষ্ঠান হতে শত শত অসহায় এতিম শিশু সু-শিক্ষা অর্জন করেছে। সরজমিনে পরিদর্শন করলে দেখা যায় এখানে সমাজসেবা অধিদফতর হতে সরকারী ক্যাপিটেশন গ্রান্ট সহায়তা পায় মাত্র ১৯ জন এতিম শিক্ষার্থী, কিন্তু অসহায় গরীব ছাত্র রয়েছে প্রায় ৮২ জন। যার ভরন পোষন সহ সকল প্রকার দ্বায়িত্ব বহন করছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এই সল্প টাকায় অসহায় এতিম ছাত্রদের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন এতিমখানা কর্তৃপক্ষ। তারা সরকারী ক্যাপিটেশন গ্রান্ট সহায়তা প্রদান বৃদ্ধির জন্য সমাজসেবা অধিদফতর এর সু-দৃষ্টি কামনা করেছেন ।
বড় হুজুর আবু দারদা সাহেব বলেন, আমাদের এই প্রতিষ্ঠান এলাকার দুস্থ অসহায় এতিম শিশুদের সু-শিক্ষা প্রদানের মাধ্যমে মানবসম্পদে পরিনত করে এলাকায় ইতিমধ্যে ব্যপক সুনাম অর্জন করেছে। আর্থিক সমস্যার কারনে আমরা প্রতিষ্ঠানটি সঠিক ভাবে পরিচালনা করতে পারছিনা। এতিমখানাটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দেশের বিত্তবান ও সরকারী ঊর্ধতন মহলের সু-দৃষ্টি এবং সার্বিক সহযোগিতা কামনা করছি।
ইসলামী ব্যাংক চাটখিল শাখা, হিসাব নাম্বার- ২০৫০২৭৩০২০১০০৫৭১৩.