স্টাফ রিপোর্টার: নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা,,শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার, অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ সভাকক্ষে, সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার উম্মে কুলসুম, মূল বিষয় উপস্থাপনা করেন নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পীযুষ কান্তি সরকার, সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি, প্রাণিসম্পদ কর্মকর্তা মতিউর রহমান উপজেলা শিক্ষা অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বারী, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান মাসুম, প্রেসক্লাব পূর্বধলার সভাপতি এস এম ওয়াদুদ, সিনিয়র সহ সভাপতি দৈনিক ভোরের অপেক্ষা বিষেশ প্রতিনিধি মো: শেখ সাদী মাছুম, মজিবুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল খান, যুব উন্নয়ন কর্মকর্তা এম এ মালেক,উপস্থিত ছিলেন রাবিয়া আলী মহিলা কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মহসিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন, দৈনিক ইকরা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক শফিকুজ্জামান শফিক, দৈনিক ইত্তেফাক পূর্বধলা উপজেলা প্রতিনিধি পূর্বকন্ঠ ডটকম সম্পাদক ও প্রকাশক শফিকুল আলম শাহীন, বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম মিয়া, পূর্বধলা সরকারি জগৎ মনি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, উপজেলা সমবায় কর্মকর্তা ওসমান গনি, এসময় নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পীযুষ কান্তি সরকার তার বক্তব্যে বলেন বিভিন্ন প্রশিক্ষণ অংশগ্রহণের মাধ্যমে বিদেশে যাওয়ার পরামর্শ প্রদান করেন, তিনি আরো বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মৃত ব্যক্তিকে দেশে আনার জন্য ৩৫ হাজার টাকা ওয়ারিশগনকে ৩ লক্ষ টাকা প্রদান করবে,নেত্রকোণা জেলার ২০১৯ইং বৈদেশিক কর্মসংস্থান তথ্য তুলে ধরে বলেন মোট ৩১৮৪ জন,পরুষ ২৪৫২ জন,মহিলা ৭৩২জন,প্রেসক্লাব পূর্বধলার সভাপতি ওয়াদুদ বলেন মুক্তিযুদ্ধের সন্তানের জন্য সরকার ৩০ পার্সেন্ট কোটা রাখছেন,এ বিষয়ে পীযুষ কান্তি বলেন আমরা এ বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা করব
