মো: আজিজুল ইসলাম (ইমরান)
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাড়ি সীমান্ত এলাকা থেকে ১৫ বোতল ফেন্সিডিল সহ দুই জনকে আটক করেছে । ভারত থেকে চোরা পথে আসা ফেনসিডিল বেচাকেনা হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২৭জানুয়ারি রাতে গোয়েন্দা পুলিশের একটি দল ভোমরার লক্ষীদাড়ী এলাকায় অভিযান চালালে এ আটকের ঘটনা ঘটে। আটকৃতদের নাম সাইদুল ইসলাম( ২৫) সে ভোমরার লক্ষীদাড়ি গ্রামের লোকমান মোড়লের ছেলে। অপর যুবকের নাম হাসান আলী(৩০) সে কুলিয়ার মৃত রজব আলীর ছেলে।
এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের সূত্র জানায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার এঁর দিক নির্দেশনা মোতাবেক সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ডিবি পুলিশের ইনচার্জ মোঃমহিদুল ইসলামের নেতৃত্বে এসআই ফরিদ, এএসআই রফিকুল, এএসআই ফজলুল করিম, এএসআই গিয়াস ও সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় ভোমরা পোর্টের লক্ষীদাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৫ বোতল ফেন্সিডিল সহ সাইদুল ইসলাম ও হাসান আলীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা ডিবির ওসি মহিদুল ইসলাম প্রতিবেদক কে জানান, আটককৃত দের নামে ডিবি পুলিশ বাদি হয়ে সাতক্ষীরা থানায় মামলা রুজু করেছে। যাহার মামলা নং ৬৫। তিনি আরো জানান আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।