মোঃ আবুল বাশার, নেত্রকোনা প্রতিনিধি:নেত্রকোণা সরকারী কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন দেওয়ার দাবিতে ১ ফেব্রুয়ারী ২০ইং,শনিবার দুপুরে নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করে, ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালীন বক্তরা নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমবর্তন দেওয়ার দাবী জানান,বক্তারা বলেনএকজন শিক্ষার্থীর লালিত স্বপ্নের মধ্যে অন্যতম হলো সমাবর্তন। কেননা এই সমাবর্তন উপযোগী হতে হলে একজন শিক্ষার্থীকে ২৩ থেকে ২৪ বছর পর্যন্ত পড়াশোনা করে প্রতিযোগিতায় টিকে থাকতে হয়। আর এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কত নির্ঘুম রাত কাটায় সেটা শিক্ষার্থী ছাড়া অন্য কেউ জানেনা। রাত জেগে পড়াশোনা, ঠিক মতো খাবারও খেতে পারে না যখন পড়াশোনার শেষ সময় চলে আসে।
প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন উত্তীর্ণ হয় তখন সমাবর্তন দিয়ে তাদেরকে আনুষ্ঠানিক সম্মান জানায়। আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি আমরাও তো জীবনের ২৩/২৪ বছর যুদ্ধ করেই গ্রাজুয়েট হয়েছি তাহলে আমাদের কেন অবহেলা করা হয় ? কেন আমাদের সমাবর্তন দেওয়া হয় না? কেন আমরা বঞ্চিত? আর নয় এখনই সময় এর বিরুদ্ধে রুখে দাঁড়াবার এবং আমাদের অধিকার আদায় করে নেওয়ার।বক্তারা আরো বলেন, সম্মান নিয়ে বৈষম্য আর নয় আর নয়। সমাবর্তন মোদের দাবি নয় সমাবর্তন মোদের অধিকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চাই।