মোঃ আব্দুল লতিফঃ বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চান্দেরসাটিয়া এলাকায় মঙ্গলবার
৪ ফেব্রুয়ারী ২০২০ অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার, দুই রাউন্ড গুলিসহ মোঃ আলমগীর ওরফে ইন্দুর (২৩) কে আটক করেছে পুলিশ।
ধৃত ব্যাক্তি ময়মনসিংহ কোতয়ালির শম্ভুগঞ্জ সবজিপাড়ার নুরু মিয়ার পুত্র।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে তিনি এ অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর কোমড়ে গামছায় প্যাঁচানো বিদেশী রিভলবার উদ্ধার করা হয়। অস্ত্রটি সচল, তাজা দুই রাউন্ড গুলি ভর্তি ছিলো। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আলমগীর ওরফে ইন্দুরের বিরুদ্ধে ময়মনসিংহ সদর থানায় মাদকসহ ৩টি মামলার আসামী।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে।
