মো: আজিজুল ইসলাম(ইমরান) সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামে ঘেরের কাদায় আটকে মেহেদি হাসান (১৫) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
মেহেদি হাসান ওই গ্রামের লিটু ঢালীর ছেলে ও মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
জানা গেছে, মঙ্গলবার ভোরে মেহেদি তার বাবার সাথে মাছ ধরতে ঘেরে যায়। বাবা মাছ ধরা শুরু করলে মেহেদি ঘেরের বাসায় ঘুমিয়ে পড়ে। হঠাৎ সে পড়ে গেলে তার পা ঘেরের পাড়ে ও মাথা ঘেরের কাদায় আটকে যায়। এতে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্র জানিয়েছে, মেহেদি সোমবার রাতে কিছু খায়নি, মঙ্গলবার সকালেও কিছু না খেয়ে ছিল।
মেহেদির এমন অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।