স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের প্রত্যন্ত জনপদ রৌদ্রগ্রাম সরকারী প্রা:বিদ্যালয় হতে ধানীখোলা চেরাগ আলী কলেজ পর্যন্ত ২.৫ কি:মি: কাঁচা রাস্তা পাকা করণের কাজ উদ্বোধন করেন,স্থানীয় সংসদ সদস্য ও ধর্ম মণ্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ত্রিশাল উন্নয়নের রুপকার আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী। ৬ই ফেব্রোয়ারী দুপুরে তিনি এই কাচারাস্তা পাকা করণের উদ্বোধনের মধ্য দিয়ে তিনি তার আরও একটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন, ত্রিশালের উন্নয়নের রুপকার এম পি মাদানী উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী ।এই সময় আওয়ামীলীগ নেতা ফজলে রাব্বী, ইকবাল হোসেন,বইলর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক মশিহুর রহমান শাহানশাহ সহ ইউনিয়ন আওয়ামিলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান জনন্দিত নেতা এম পি মাদানিকে।
