শেখ সাদী মাছুমঃ ময়মনসিংহ সদর উপজেলার লালকুঠি দরবার শরীফ (শম্ভূগঞ্জ) শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ঐতিহাসিক মুস্তাহ্ছান ওরছ মোবারক, ১৪/১৫/১৬/ ফেব্রুয়ারি, ২০ খ্রি তিন দিন ব্যাপী ওরছ মোবারক চলবে,জানা যায় রবিবার সকাল ১০ ঘটিকায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে উক্ত ওরছ মোবারক শেষ হবে।আরো জানা যায় মুস্তাহ্ছান ওরছ মুবারক ১৯৬৩ইং ও বাংলা ১৩৭০ বঙ্গাব্দে ১৮ ফাল্গুন, রোজ রবিবার ১ম ওরছ শরীফ শুরু হয়, এ ওরছ মোবারকে সকল নবী রাসূল ও সকল ওলি আওলিয়াগনের রুহে মোবারকে ছওয়াব রেছানি করা হয়,
উক্ত ওরছ মোবারক চালু করেন খাজা বাবা শাহ এনায়েতপুরি (রঃ)সাহেবের মেজু সাহেবজাদা, শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর ও মুর্শেদ শাহ্ সূফি হযরত মাওঃ খাজা মোহাম্মদ ছাইফুদ্দীন নক্সেবন্দী মুজাদ্দেদী (র) সাহেব, তারই ধারাবাহিকতায় এ যাবৎ ৫৭ বৎসর ধরে পালিত হচ্ছে পবিত্র ওরছ মোবারক । প্রতি বৎসরের ন্যায় এবারও ভারতের আসাম রাজ্য সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্ত, আশেকান, মুরিদান, নর-নারী এতে অংশ গ্রহন করবেন বলে মনে করছেন দরবার শরীফের গদিনশীন পীর সাহেব হযরত মাওঃ আলহাজ্ব শাহ্ সূফি খাজা মোহাম্মদ রেজাউল হক আল মুজাদ্দেদী হুজুর, ৩দিন যাবৎ পবিত্র কোরআন পাঠ, জিকির আজগার, নামাজ বন্দেগী ও নফল এবাদত বন্দীর মধ্যে দিয়ে পালিত হবে পবিত্র ওরছ মোবারক। পরিশেষে রবিবার দিন সকালে খাজা বাবা শম্ভুগঞ্জী (র) মাজার কমপ্লেক্সে, গদীনশীন পীর সাহেব, দেশ, জাতি ও সকলের শান্তি কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করে উক্ত মুস্তাহ্ছান ওরছ মোবারকের সমাপ্তি ঘোষণা করবেন।
